দেবালোকের শুভ্রতায় পড়েছে ছায়া
জাগতিক মায়ায় আবদ্ধ মাটির কায়া ।
বশ্যতায় সকিয়তা আজ নীলের কাছে
কল্পিত সুখের পিছে ঘুরি মিছে ।
রঙধনু রঙ এর মত যাপিত জীবন
মন তবু মানে না কোন বারণ ।
চিত্তের চিন্তায় মত্ত হিয়া প্রকোষ্ঠ
আবহ বর্তমান ভাবের দীনতায় পিষ্ট ।
সময়ের পালে ছেড়ে দিয়ে হাল
দ্বীপ্ত উজ্জ্বলতার বিরহে বেহাল ।
চিত্তের আগুনে পোড়া অন্তর
নোঙ্গরের সন্ধানে খুঁজে বন্দর ।
৩/১২/২০১৭ ইংরেজি,
কল্যাণপুর, ঢাকা ।