বৃক্ষ রাশি দাঁড়িয়ে শান্তির আবেশ করছে প্রশারিত
জন্ম থেকে শেষ অবধি বিলিয়ে যায় সেবা অবারিত,
চলমান প্রাণীর বাঁচিবার তরে
আশ্রয় দেয় রোদ বৃষ্টি ঝড়ে ।
বিশুদ্ধ অক্সিজেন দিচ্ছে ছেড়ে
কার্বন ডাই অক্সাইড নিচ্ছে কেড়ে ।
গ্রীষ্মের তাপে পেছন ফিরে ডাকে,
ওহে ব্যস্ত পরিশ্রান্ত পথিক
দারাও না আমার সুশীতল ছায়ায়
বন্ধুত্বের বন্ধন গড়ি নিবিড় মায়ায় ।
শান্ত কর দেহ মন,
আলাপ করি কিছুক্ষণ
শুধাই তোমার কর্ম কি ?
জীবে প্রেম কর কি ?
উত্তর যে আমার চাই ই চাই
ক্ষণে ক্ষণে চলে আসে অস্তিত্বের লড়াই ।
আধো আলো নিভো নিভা প্রাণে
ভয় হয় কি হবে আগামী দিনে ।
চলবে কি সালোক সংশ্লেষণ
করবে কি তোমরা আমায় স্বরণ ।
ওহে পথিক পথে ঘাটে কেন এত জ্বালাও পোড়াও ?
দ্বন্দ্ব ভুলে কেন না বন্ধুতে জড়াও ।
আমার বাহু ভেঙ্গে করছ হানাহানি
প্রাপ্তি কি তোমার ? লক্ষ্যটা কি শুনি ?
শহুরে বাড়ির যোগান দিতে
জীবন যে আর পারছি না ধরে রাখতে ,
ইট ভাটাতে পোড়াচ্ছ অক্সিজেনের চিন্তা ছাড়ি
বাতাসে কার্বনের মাত্রা দিনে দিনে হচ্ছে ভারি ।
রবি শস্যের ফলনে এর বিস্তর প্রভাব
শূন্য স্থান পুরনে করেছ কি কাজ ? আছে এর জবাব ?
ফলজ গাছে ফল ধরে
পাকার আগেই ঝরে পড়ে ।
ওহে পথিক ভাবছ কি ?
চিন্তা মগ্ন মনে বসে থাকলে চলবে কি ?
কর কিছু কাজ প্রকৃতির জন্য
যা দিয়ে পেতে পার কিছু পুণ্য ।
অনিষ্টের সব মূল তুলে
শান্তিতে থাক সকলে মিলে ।
বাঁচতে দাও স্বাধীন ভাবে
তোমাদের এই মায়ার ভবে ।
০৭/০৯/২০১৩ ইং,