প্রান্ত হীন আকাশে মেঘের গর্জন
বর্ষার বর্ষণে টিনের ঝন ঝন ।
রাস্তায় জমেছে কর্দমাক্ত মাটি
ব্যস্ত কৃষক বাঁধতে ধানের আঁটি ।
বৃষ্টিতে ভিজে যাচ্ছে বাড়ির ওঠান
হাতের কাজ গুছিয়ে নিচ্ছে ব্যস্ত বৌঠান ।
মাঠে পানি জমে জমি তল তল
দুরন্ত ছেলেরা খেলছে ফুটবল ।
মাথার চুল ঝাকিয়ে দিচ্ছে দৌড়
গোল করতে হবে চিন্তায় বিভোর ।
বাঁশঝাড়েতে ভিজছে পাখির ছানা
সরীসৃপ সুযোগ পেলেই দেবে হানা ।
বিদ্যুৎ চম্কালে টিভি দেখতে মানা
কথাটি বলেছিল চুমকির নানা ।
বর্ষায় ভরে যাচ্ছে নদী খাল বিল
কুচুরিপানায় ছেয়ে যাচ্ছে বাড়ির পাসের ঝিল ।
সোনালী আঁশ ভিজবে ঝিলের পানিতে
বণিকেরা ছুটে আসবে তা কিনতে ।
বর্ষায় ডুবে যাচ্ছে, ভেঙ্গে যাচ্ছে গরীবের ঘর
কোমল মনের মানুষরা ওদের করেনাতো পর ।
বর্ষার পানিতে জন্মে হাজারো মাছের পোনা
তাই মনের খুশিতে জেলের জাল বোনা ।
মাঝির বৈঠা চলে ভাটিয়ালি সুরে
সময় যে বয়ে যায় পথিক পার করে ।
বৃষ্টির ফোটা পুকুরের পানিতে দেখতে লাগে বেশ
আহা ! কি সুন্দর বর্ষার শ্যামল বাংলাদেশ ।