নিত্য নতুনের অবগাহনে রঙ্গিন হোক ধরা
প্রকৃতির অপার অবদানে মাঠে নবান্নের ছড়া ।
রসে ঠাসা প্রকৃতি রৌদ্র মূর্তিতে রবি
বাংলার আনাচে কানাচে জীবনের জলছবি ।
প্রতিটা জীবন, সংগ্রামের স্বতন্ত্র উপন্যাস
পথ পরিক্রমায় কালের গর্ভে হয়ে যায় নাশ ।
হালখাতার মিষ্টির হাড়িতে শুধু টাকার গন্ধ
বৈশ্বিক পরিবর্তনে অর্থের নেশায় চোখ অন্ধ ।
রং তুলির আঁচড়ে বৈশাখ ফিরে জনস্রোতে
নতুনের কেতনে আসুক শান্তির বার্তা ধরা পাতে ।