প্রিয়ার প্রেষণে পৃষ্ট সৃষ্ট বলয়
চিত্তের চেতনায় চকিত প্রণয়,
শীতের সকালে সূর্যের তাপ
উষ্ণতার উন্মেষেও উপরন্তু চাপ ।

প্রিয়ার প্রেমের প্রহর সুখের প্রান্তর
দৈনন্দিন দিবা স্বপ্নের দীনতায় অন্তর ।  
পায়রার পালকে পুলকিত সাজানো বাগান    
নিত্য নৈমিত্তিক নিঃসঙ্গতায় তাড়িত সোপান ।

উড়ে উড়ে ফিরে ফিরে যুক্ত বন্ধনে
বারে বারে খুনসুটি আলোর সন্ধানে ।
সময়ে সময়ে তাড়া করে অযাচিত ভয়  
প্রত্যয়ী প্রচেষ্টায় ভয়-ভীতি হোক জয় ।  

চাঁপা কষ্টে মনের প্রকোষ্ঠ গুলি দোলে দিবা নিশি
অসহ্য যন্ত্রণায় নিউরনের নিঃসরণে হারায় খুশি ।  
ভেতরের আঘাতে সংঘাত সতত আবৃত বৃত্তে
ধরার বুকে অধরা শান্তির ঠাই নাই অস্থির চিত্তে ।

সবার মাঝে একলা একা তীক্ষ্ণ খঞ্জরের আঘাত    
শূন্যতায় হারিয়ে হিয়া আনমনে অন্তরে সংঘাত,
হৃৎপিণ্ডে আঁচড়ে জারিত ভালবাসার রক্ত কণা
চলার পথে ফুসলিয়ে ফুসলিয়ে তুলে ফণা ।  

বেদনার নীল বিষের কষাঘাত না ছোঁয় অন্তর
দূরত্বের সীমানা তোলে গড়  বিশ্বাসের শেকড় ।    
বৈপরীত্যের প্রণয় রূপান্তরিত হোক প্রীতির প্রণয়  
অটুট আস্থায় ভালোবাসার বন্ধনে, দূর হোক সংশয় ।  


৮/১/২০২১ ইং,
৩টা ১৪ মিনিট,ঢাকা ।