তোমার ভালোবাসায় কোন কৃত্রিমতা ছিল না  
আপন করে চাওয়াটাও ছিল না অমূলক ।
হৃদয়ের অনেকটা জায়গা জোড়ে রেখেছিলে
ইচ্ছের খেয়ালে করছিলে ভালোবাসার চাষ ।

অঙ্কুর গজানোর আগে কচি সবুজ পাতা
সূর্যের আলোতে আলোকিত হয় না ।
ভালোবাসার ফুল না ফুটলে তার সুবাসে  
চারিধার মোহময়তায় সুভাষিত হয় না ।  

অনেক কষ্ট হবে বাস্তবতাকে মেনে নিতে
মনকে বুঝাতে অনেক বেগ পেতে হবে,
দেখ নিজস্ব গতিতে চলে যাবে জীবন    
ইচ্ছে মত সাজিয়ে নিও তোমার নতুন ভুবন ।

মানুষের সব চাওয়া পূর্ণ হয় না
এ চাওয়াটা না হয় রয়ে গেল অধরা ।
পথ চলতে চলতে ক্লান্ত পথিক এক
খুঁজে ফিরে একটু নিরিবিলি আশ্রয় ।

তুমি পথিক নও ক্লান্ত চরা চরে
তোমার সুখ আছে নিজের ঘরে ।  
নিখুঁত চাওয়াকে না হয় বিসর্জন দিলে    
মোহনার প্রবাহমান পলি ভরা জলে ।


০১/০২/২০১৫ ইংরেজি ।
কল্যাণপুর, ঢাকা-১২০৭  ।