আজ বিকেল টা বেশ সুন্দর
সাগরের শীতল বাতাস রোদ সূর্যের খেলা
শহুরে জীবনকে একটু প্রাকৃতিক ছোঁয়ার আবেশে
তোমার সজীব সরল চপলা চঞ্চল নস্টালজিয়া, আমায়
নিয়ে যাচ্ছে দূরে বহু দূরে কোন এক ভালোবাসার জংশনে ।
যেথায় মায়ার রেলগাড়ি উচ্চ ভেঁপুর শব্দে ছুটে আসে ।
বালির সাথে দুষ্ট মিষ্টি খেলা ক্ষয়ে ক্ষয়ে যায় বেলা
অগণিত মানুষের ভিরে তুমি ঠায় করে নিয়েছ হৃদয় নীরে ।
উষ্ণতার চাদরে কোমল আদরে রাঙ্গা ঠোঁটের শৈল্পিক হাঁসি
কাজের বিষণ্ণতা, অবসাদ কে সকালের শুভ্র শিশির বিন্দুর মত সতেজ করে দেয় ।
দিবাকরের সোনালি আলোয় আবার উজ্জ্বল হতে থাকে কর্ম স্পৃহা ।
ভালোবাসা, মায়ায় বাধানো ঘাঁটে অনাদিকাল তোমার স্পর্শে কেটে যাক
যৌবনের এ প্রবাহিত ধারা বজায় থাকুক আকুল প্রাণে তোমার আমন্ত্রণ ।
ঐ দেখো জল যান গুলি তার অন্ধকার দূর করতে আলো জ্বালিয়েছে
সাগরের বুকে মনে হচ্ছে ঔ দূরে ঝক ঝকে শহর ।
কি আপরূপ লাগছে দেখতে, ধীরে ধীরে শীতল বাতাসের প্রাদুর্ভাব বাড়ছে
রাতের নীরবতা ভর করছে তীরে লোকালয় ধারে ।
বিকেল টা এতো দ্রুত চলে গেল নিয়মের হাত ধরে
তোমায় নিয়ে বালুকালয়ে খালি পায়ে হাটার সময় টা ফুরালো ।
০৫/০২/২০১৯ ইং, সকাল ৯ টা ।
ঝাউতলা রেলওয়ে কলোনি, চট্টগ্রাম ।