ইচ্ছে করে কাঁদালে আমায়
তবু পারিনি ভুলতে তোমায় ।
রেখে গেলে ভালোবাসায় মোড়া নিথর দেহ
নিরব ঘরে খোঁজ করতে আসবে না কেহ ।
প্রকৃতির খেয়ালে
আবদ্ধ দেয়ালে
সুখ কে দেখালে
পর্দার আড়ালে ।
মায়ার জালে করে বন্দি
অন্যের সাথে করলে সন্ধি
ছলচাতুরী রূপে বিষের ফোঁটা
একটু আঁচরেই লাগে কাঁটা ।
চলে যাবে দূরে
অচেনা অচিনপুরে
বলয় ঘোরে
স্মৃতি গুলো আসবে ফিরে ।
প্রকৃতিতে তাকালে ছলছল
চোখের কোণে ঝরবে জল ।
বাস্তবে দেখতে পাবে ভালোবাসার বল
নিভৃতেই রয়ে যাবে পাবে না যার ফল ।
০৬/০৬/২০১৪ ইংরেজী, ২৩ জৈষ্ঠ ১৪২১ বাংলা ।
কল্যাণপুর, ঢাকা ।