তুমি মিছে মায়ার বাঁধনে বেধেছিলে
বাকিটা পথ পাশে থাকবে বলেছিলে ।
নেই তুমি আজ আমার পাশে
ছলনার মায়া অন্ধকারে গেছে মিশে ।
তুমি চলে গেছ অনেক দূরে
আমি বন্দি চার দেয়ালের ঘরে ।
হারিয়ে গেছে সোনালি সব স্বপ্ন
সাধের জীবন ক্ষয়ে ক্ষয়ে হচ্ছে বিপন্ন ।
আঘাত করেছ নরম মনের সরল বনে
কাঁটার আঘাত সইতে না পারি তুমি বিহনে ।
বুঝে ও অবুঝ আমার এ পোড়া মন
বিরহের বেদনায় কাটে নাতো ক্ষণ ।
তোমার বিরহে হয়েছে ছন্দের পতন
কেন করেছিলে ভালোবাসার গোড়াপত্তন ?
এখন অন্তরের জ্বালায় পুড়ে ছাই,
দুই দুয়ারে শান্তি কোথাও নাই ।