ফাল্গুনের হাওয়া প্রবাহিত হয়নি
সবুজ কাননে বসন্তের ফুল ফোটেনি ।
খোলেনি আঁখি দেখেনি রঙিন প্রজাপতি
বাসনা গেছে দূরে, হারিয়েছে কামনার গতি ।
ইচ্ছে ঘুড়ি ছোটাছুটি করছে শূন্য উদ্যানে
স্বপ্নরা খেলা করে অবচেতন মনে ।
নাট্যমঞ্চ পড়ে আছে শিল্পীর দেখা নাই
কৃষক আছে আবাদি জমি নাই ।
নদী আছে স্রোতের দেখা নাই
তীর আছে তরীর দেখা নাই ।
জল আছে খাবার পানি নাই
পথ আছে পথিকের দেখা নাই ।
কবির কলমে নেই কবিতার ভাব
বক্তা আছে শান্ত স্রোতার বড্ড অভাব ।
হয়নি ফুলেল শুভেচ্ছায় বাসন্তীর দেখা
সময়ের টানে মিশে যায় চলার পথের রেখা ।
সময় ২ ৩৬ মিনিট
১৪/ ০২/ ২০১৬ ইংরেজি ।