বিজয় তো এসেছে ঘরে সেই কবে
কত ত্যাগ অশ্রু জলে এনেছিল সবে ।
স্বপ্ন ছিল নিজস্ব ভু খন্ডের, নিজস্ব সংস্কৃতির,
স্বাধীন ভাবে বাঁচার, মাথা উঁচু করে দাঁড়াবার ।
বিসর্জন দিতে পেরেছি মূল্যবান জীবন
বিসর্জন দিতে পারিনি শুধু লোভাতুর মন ।
বিজয়ের মর্ম কথা বুঝতে আছে দীনতা
মূল্যবোধের ঘাটতি গিলে খাচ্ছে স্বাধীনতা।
এখনও রাস্তায় বের হলে তারা করে ভয়
অনৈতিক কাজে প্রশাসনের শিরা হচ্ছে ক্ষয়।
সত্য কথা বললে হতে হয় লাঞ্ছিত
স্বাধীন দেশে মিথ্যার জয় অনাকাঙ্ক্ষিত ।
লাখো শহীদের আত্ম ত্যাগে বিজয় অর্জিত
সমাজের মাঝে কাজ হচ্ছে বিবেক বর্জিত ।
স্বাধীন ভাবে কথা বলতে, পথ চলতে, জীবিকার
বার্তা নিয়ে আসে বিজয় সমান অধিকার ।
আমাদের অধিকার গুলো আজ পদদলিত
বিজয়ের আলো কিভাবে করছে আলোকিত ?
বিজয়ের তাৎপর্য যেন ধমনীতে বয়
স্বাধীনতা ইতিহাস যেন অক্ষত রয় ।
বিজয়ের মহিমায় মহিমান্বিত জাতি আমাদের
এ গৌরব দিয়ে গেছে যারা, কৃতজ্ঞতা জানাই তাদের ।
দক্ষিন পাইকপাড়া,
১৬/১২/২০১৩ ইং,