পরিবেশ আর মানবিকতার দূষণ
শান্ত প্রকৃতি তে বিক্ষিপ্ত আলোড়ন ।
উন্মুক্ত আকাশে মেঘের আনাগোনা
ওজোন স্তরে উচ্ছিষ্ট কার্বন দিচ্ছে হানা ।

প্রাণী জগতে হঠাৎ বিপর্যয়ের রেশ
বিপদ আসন্ন, তবু মানুষ ছুটছে বেশ !
স্বাস্থ্য সেবার অনিয়মে জাতির সর্বনাশ !
করোনা র কারনে জন জীবন হচ্ছে নাশ ।  

ব্যস্ত চরাচরে অবরুদ্ধ যাতায়াত ব্যবস্থা,
দূর্ণীতিতে ব্যাহত জীবন, জন মনে অনাস্থা ।
বিদীর্ণ বলয়ে প্রলয়ের দ্বারে জনপদ,
তাবৎ পৃথিবী খোঁজে জীবন রক্ষাকারী রসদ ।



সকাল ৯ টা ৪৫ মিনিট,
১৭ জুন ২০২০ ইং, ৩ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ,
২৪ শাওয়াল ১৪৪১ হিজরী । ভালুম, ধামরাই, ঢাকা, বাংলাদেশ ।