সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিলে তুমি
কেমন করে অজোপাড়াগায় বড় হবে শুনি ?
বাহিরে বেড়ায় হায়ানা আর জল্লাদের দল
সব সময় ওদের চোখ করে ছল ছল ।
সুযোগ পেলেই গিলে খাবে অজগরের মত
আসে পাশে তোমার মত আহার আছে যত ।
বলছি শোন পাড়ি দাও অন্য কোন দেশে
যেখানে সবাই দিন কাটায় আনন্দে হেসে হেসে ।
সঙ্গে নিও শুধু বস্ত্রের ছোট্ট একটা ব্যাগ
বুঝতে দিও না তুমি দেশ করিতেছ ত্যাগ ।
জন্ম ভূমির কথা শুধু মনে ধরে রেখ
হায়ানাদের ধ্বংসের খবর পত্রিকাতে দেখ ।
শান্ত হলে শ্যামল বাংলা কুলে ফিরে এসো
সময় পেলেই ঘাসের উপর চুপটি করে বসো ।
এমন সুখ শান্তি কোথাও যে পাবে না তুমি
এ যে আমার প্রাণের প্রিয় সোনার জন্ম ভূমি
ভাল মানুষের প্রত্যাশায় দিন যে বয়ে যায়
যন্ত্রণার দীর্ঘশ্বাস বাতাসে হারায়
প্রিয় জন্ম ভূমির প্রতিটি কানায় কানায়
বিবেকের দংশন আমাদের তারায় ।