মনের মাঝে বাজাও তুমি বেহালার সুর
ঐ দিনগুলি বদলে দিয়েছে জীবনের মোড়।
অতীতের আয়নায় শুধু ধূসর স্মৃতি
তবু, হৃদয়ের দোলাচলে জীবনের ঊর্ধ্ব গতি।
থরে থরে সাজানো সোনালী স্বপ্নের সিঁড়ি
অবহেলায় কালের পরিক্রমায় হয়েছে গুঁড়ি।
ছিঁড়ে গেছে যতনে রাখা তানপুরার তার
সন্ধ্যার ন্যায় চারিদিকে ধেয়ে এসেছে আঁধার।
মেলেনা আর হারমোনিয়ামের লয় তাল ছন্দ
তোমার সাথে এখন অযুত নিযুত দ্বন্দ্ব।
কেশ কন্যা, হৃদয় বন্যার স্রোতে দিয়েছ ভাসি
আকাশ পানে তাকিয়ে এখন, জীবন অংক কষি।
অম্ল স্বাদে মুখ মেরেছে মিষ্টিতে ভয়
জীবনের ধারাপাত এ জাগে সংশয়।
মনের ক্যানভাসে রঙ্গিন রেখা দেয় নাতো উঁকি
চলতি পথে একটু ভুলে বেড়ে যায় ঝুঁকি।
রাতঃ ৮টা ৪০ মিনিট। টোলারবাগ।
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং, ২ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ।