বেদনার নীল খামে কষ্টগুলো সারি সারি করে রাখা আছে
তুমি চাইলে ইচ্ছে মত নিয়ে নিতে পার ।
অনেক রং এর কান্না সাজানো আছে
ইচ্ছে হলে তোমার ক্যানভাসের পাদ পৃষ্ঠ রঙ্গিন করতে পার ।
অনেক বিষের বিন্দু ওখানে রাখা আছে
ইচ্ছে হলে মানবের প্রতিষেধক হিসেবে ব্যবহার করতে পার ।
মানুষের অনেক ঘৃণা গচ্ছিত করে রাখা আছে
ইচ্ছে করলে সৃষ্টির সেরা জীবের রকম চিনতে পার ।
অনেক কাঁটার ব্যথা ওখানে রক্ষিত আছে
রাখা আছে অনেক নির্যাতনের পরিপত্র ।
বিশ্বাস করতে পারবে না, বড় কষ্ট হবে
মানুষ যে কত বৈচিত্র্যময়, কত হীন হতে পারে তুমি জানবে ।
ক্ষতিগ্রস্তদের আর্ত চিৎকার হাওয়ায় মিশে যায়
বুকের ভেতরের জ্বালা ওদের কুড়ে কুড়ে খায় ।
প্রতিকার সেতো অনেক দূরের প্রতীক্ষিত বস্তু
ভাগ্য সুপ্রসন্ন হলে হয়তো কারো কপালে জুটে ।
বেদনার নীল খামে অনেক কিন্তু পাবে
ভুল করেও উদ্ঘাটন করতে যেয়ো না ।
ঐ কিন্তুর পেছনে ছুটলে হয়তো একদিন
হারিয়ে যাবে বেদনার নীলে ।
হয়ে থাকবে ইতিহাস, রয়ে যাবে বেদনার নীল খামে ।