চার যুগ আগের দুরন্ত নওজোয়ান
বয়সের ভারে এখন মৃয়মান ।
প্রতি মুহূর্তে চিন্তায় মগ্ন
কখন যে এসে যায় তার লগ্ন ।
সঙ্গ ডালা ভরা হয়নি, এখনও রয়ে গেছে ঋণ
ধরার বুকে আরাম আয়েশে কেটে গেছে দিন ।
তব ঋণ কখন পূর্ণ করে আসবে সমতায়
এর পর পুণ্য দিয়ে ডালা কখন ভরাবে হায় !
প্রতি মুহূর্তে চিন্তায় মগ্ন
কখন যে এসে যায় তার লগ্ন ।
ভগ্ন শরীরে আর পেরে উঠা দায়
ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস বেড়ে যায় ।
স্মৃতির পটে ভেসে বেড়ায় রঙ্গিন অতীত
ধীরে ধীরে দুর্বল হচ্ছে জীবনের ভীত ।
ধর্ম কর্মে শুদ্ধি আনা হয়ে গেছে কঠিন
হৃদয় যে রয়ে যাচ্ছে দ্বীন হীন ।
প্রতি মুহূর্তে চিন্তায় মগ্ন
কখন যে এসে যায় তার লগ্ন ।
বার্ধক্যে পুণ্যের পিছে না ছুটে
যৌবনে নিতে হবে ইচ্ছে মত লুটে ।
২৮/০৭/২০১৩ ইং,