বাংলাদেশ আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
সকল কিছুর উর্ধ্বে তুমি প্রাণের চেয়ে দামী।

ত্যাগের মহিমায় সংগ্রামে যারা দিয়ে গেছে তাজা প্রাণ
দৃপ্ত সপথে আজি আমরা রাখিব তাদের মান।
সবুজে ঢাকা আদরে মাখা ভালোবাসা অবিরাম
তুমি লক্ষ কোটি হৃদয়ে ভালোবাসার অপর নাম।

বাংলাদেশ আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
সকল কিছুর উর্ধ্বে তুমি প্রাণের চেয়ে দামী।

ষড়ঋতুর পড়তে পড়তে সাজো বাহারি সাজে
গ্রাম বাংলার মেহনতি জনতা ব্যস্ত শত কাজে।
তোমার সম্মান বাড়াব বলে আমারা প্রতিজ্ঞাবদ্ধ
স্মৃতির পাতায় অম্লান ৫২ ভাষা ৭১ এর মুক্তিযুদ্ধ।

বাংলাদেশ আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
সকল কিছুর উর্ধ্বে তুমি প্রাণের চেয়ে দামী।

তুমি ভোরে ডাকা মিষ্টি মধুর পাখির কলরব
তুমি ফেলে আসা স্মৃতিময় দূরন্ত শৈশব।
তুমি পুব আকাশে রবির শানিত কিরণ
তুমি বাংলার বুকে অগণিত নক্ষত্রের জাগরণ।

তুমি দিগন্ত জোড়া ফসলে কৃষকের মিষ্টি হাসি
তোমার অবারিত মায়ায় ভালোবাসা দিবানিশি।
তোমার বুকে জেগে উঠা আগামীর স্বপ্ন রাশি রাশি
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমায় ভালবাসি।

বাংলাদেশ আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি
সকল কিছুর উর্ধ্বে তুমি প্রাণের চেয়ে দামী।


১২ সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি,
কল্যাণপুর, ঢাকা, বাংলাদেশ।