শ্রাবণ দিনের বাদল ধারায়
মন ছুটে যায় গ্রামের মেঠো পথে,
কচুঁ পাতার লম্বা ছাতা দিয়ে
ভেজার হাত থেকে বাঁচার জন্য
প্রাণান্তকর চেষ্টা চলত নরম ডগা তলে ।
রাস্তার কাঁদা গায়ে জড়াত পরম মমতায়,
শরীর ভিজে চিপ চিপ করে
পানির ঝর্ণায় পরিণত হত দেহ ।
জামা শরীরের সাথে লেপ্টে
শীতের আবেশ জাগাত মনে ।
রিমঝিম রিমঝিম বৃষ্টির বর্ষণে
টিনের চালার নান্দনিক শব্দ
আবেগকে গতিময় করে তুলে
আদরে আদরে নাও ভাসাতে ।
শান্ত নদীতে ক্লান্তি হীন ভাবে
টিপ টিপ বৃষ্টির সাথে সঙ্গী হতে ।
বাদল দিনের স্মৃতিগুলো নাড়া দেয় মনে
ইচ্ছে হয় তোমায় নিয়ে ভিজি এ লগনে ।
২৭/০৬/২০১৫ ইংরেজি,
কল্যাণপুর ।
১২:৩১ মিনিট ।