বাবার বুকে কুসুম আদরে ঘুমের প্রশান্তি
হারিয়ে গেছে শৈশবের অবাধ শান্তি।
বাঁধা বিপত্তির মাঝেও বাবার বুকে সুখের সাগর
শত কষ্টের মাঝেও অটল থাকে বাবার আদর।
অফুরন্ত ভালোবাসা মায়া মমতার চাদরে
আগলে রাখে সদা সর্বোচ্চ কদরে ।
আপন ইচ্ছাকে দূরে রেখে নিজেকে করে দুখি
আবদারের যোগান দিয়ে সন্তানেরে করে সুখি।
কখনো তির্যক কথায়, কখনো বা অর্থের দৈন্যতায়
কষ্টে বিচলিত,তবু, পুড়ে না মনুষ্যত্বের দ্বীনতায়।
কাউকে বুঝতে দেয় না, দিন যায় কি দুঃখে,
সন্তান যেন আগামীতে থাকে অনাবিল সুখে।
ব্যথার পেয়ালা হজম করে ভবিষ্যতের কথা ভেবে
ত্যাগের এ পরিক্রমা পাল্টায় না বাবাদের মনোভাবে।
নিরবে নিভৃতে তিলে তিলে সয়ে যায় ব্যথা
কুন্ঠায় অন্তরে রেখে দেয় অব্যাক্ত সব কথা ।
বাবার বুকের আদর প্রত্যাশায় ছুটন্ত মন
জীবিকার তাগিদে দূরে দূরে প্রতীক্ষায় প্রতিক্ষণ।
প্রাকৃতিক প্রতিকূলতায় বাবার ছায়ায় দৃঢ় মনোবল
বাবার বুক সন্তানের নির্ভরতার নিরাপদ আশ্রয় স্থল।
সময়: রাত ৮:৩৪ মিনিট,
২৮/০৯/২০২২ ইংরেজি,
#৫৩, নাফি টাওয়ার, গুলশান-১, ঢাকা।