বেলা গড়িয়ে যায়, দিনের ইতি টানবে বলে
জীর্ণ শীর্ণ রুক্ষ বাস্তবকে ইতিহাসের পাতায় রাখবে বলে ।
পূর্ণিমার আলো ফুরায় অন্ধকারের স্বাদ পেতে
রাতের অন্ধকার লুকায় রূপালি আলোতে ।
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে জীবনের ক্ষন
মরীচিকার পেছনে ছুটছে অবিরাম ভাবুক মন
সাধের ভুবন গড়বে বলে মুক্ত বিহঙ্গের মত
প্রিয়ার স্পর্শে ভুলে যাবে বুকের দুঃখ যত ।
অষ্ট প্রহরের নবম তিথিতে বলা সেই মিষ্টি কথা
প্রশমিত করেছিল বেড়ে যাওয়া মনের ব্যথা ।
মুচকি হেসে লাল বদনে জড়িয়েছিলে চাঁদের জ্যোৎস্নায়
শান্ত পৃথিবীর নীরবতায় সম্মোহিত করেছিল আমায় ।
হিয়ার মাঝে স্বর্গের সুধায় দুলিয়ে হিলেম হাওয়া
প্রতীক্ষার প্রহর শেষে পূর্ণ করলে ভালবাসার চাওয়া ।
তোমায় নিয়ে দেখব কত রঙ্গ ত্রিভুবনের
কাজের মাঝে বেঁচে রবে স্মৃতি জীবনের ।
৩০/১০/২০১৩ ইং,