যজ্ঞে যজ্ঞে দ্বার টানিয়া বক্ষে
আলো অন্ধকারে বসত মন কক্ষে ।
পিছুটান নাহি যায় সামাজিক বলয়ে
আলোর সন্ধান দিয়ে যায় প্রলয়ে ।
দ্বিধা দ্বন্ধে আবদ্ধ হিয়া পানে
মুক্তির বার্তা দিয়ে যায় সৎ জনে,
বুদ্ধির বিজ্ঞতায় চলো আলোর সাথে
মহামহিমের অনুগ্রহে অসীমের পথে ।
০৬/০৬/২০২০ ইং, ২৩ জ্যৈষ্ঠ ১৪৪১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪২৭ হিজরী ।
রোজ শনিবার, বেলা ৩ টা ৩০ মিনিট । ভালুম, ধামরাই, ঢাকা ।