সবুজ অরণ্যের বুকে ফসলের হাঁসি
চৈতালি ফসলে স্বপ্ন রাশি রাশি ।
যেথায় আঁকা বাঁকা নদী গ্রামের মেঠু পথ
সহজ সরল সুন্দর জীবনের দ্বীপ্ত শপথ ।
ত্যাগের মহিমায় অর্জিত মায়ের ভাষা
মুক্তির চেতনায় উজ্জীবিত উন্নয়নের আশা ।
মননে ও চিন্তয় নব যুগে নব প্রযুক্তির সখ্যতা
কর্মে ও নিষ্ঠায় অগ্রাধিকার পূর্ণতায় মানবতা ।
শ্যামল কাননে বাজবে সুখের বাঁশি
চলার পথে সকলে থাকবে খুশি খুশি ।
আলো জ্বলবে প্রতিটি অন্তরে
দীনতার হীনতা থাকবে না সংসারে ।
বাস্তবতা ২০২২
- মোহাম্মদ আজিজুল হক রাসেল
গ্রামের মেঠু পথে কাঁদা
পিচ্ছিল রাস্তায় চলতে লাগে ধাঁধা ।
ফসলি জমি হারাচ্ছে উর্বরতা
অর্থাভাবে উবে গেছে মানবতা ।
সোনালী ধানের ক্ষেত হচ্ছে পুকুর
দুষ্টুর দমনে নেইতো মুগুর ।
সরকারি কর্মে লাগামহীন নজরদারি
সরল পথের অনুসারী থাকে অর্ধাহারি ।
জনগণের সংযুক্তি ছাড়া গাও গেরামের ভোট
প্রযূক্তির আঁচে সাত পাঁচে ব্যাংকের অর্থ লোট ।
অনাচার অবিচার ছেয়ে গেছে শহর থেকে গ্রাম
অযাচিত আচরণে ব্যস্ত নব্য নেতারা ফুটাতে তাদের নাম ।
নাম দামের এ শহরে শিশুরা বাড়ছে বিভেদের ছোঁয়ায়,
না পাওয়ার বেদনায় সমাজে বাড়ছে অন্যায় ।
দিনে দুপুরে পথ চলতে তাড়া করে নানা ভয়
এই বুঝি দুষ্টের জালে নিশ্চুপ পরাজয় ।