সক্ষতার দেয়ালে ভালবাসার আলোড়নে
মৃদু কম্পনে চির ধরে ফাটলের উত্থানে,
বর্তমান সময় কে অতীতের বলয়ে ঢেকে  
মননের মরণ হয় চলতি পথের বাঁকে বাঁকে ।

উষ্ণতার চাদরে দিয়ে ঠাঁই
জানালে আপন স্বত্বা নাই,  
প্রত্যাশা স্বপ্নজালে কাটা পড়েছে
সুখ পাখি তাই ভিন্ন পথে উড়ে গেছে ।

ভাবনার আকাশে ছিল বিস্তর বিষয়
সংশয়ে যায় বেলা কি থেকে কি হয় ।
প্রাপ্তির খাতায় জীবনের পাতায়
হিসেব গুলি এলোমেলো চিত্তের অপূর্ণতায় ।  


২/১১/২০১৯ ইং, শনি বার,
১০ঃ১১ মিনিট, ভালুম ।
ধামরাই, ঢাকা ।