টিক টিক করে ঘড়ির কাঁটা বার টা ছোল
দিনের কাজ এখনো হল না শেষ ।
কিছুটা বাকী থেকেই গেল দুশ্চিন্তায়
অনিশ্চয়তায় শুরু হবে আর একটি দিন
কথা কাজে অমিল তাইতো হও নি সামিল
মনের দ্বীনতায় প্রহর করছ পার
ক্ষমতার জোড়ে হরণ করছ অপরের নৈতিক অধিকার
টাল মাটাল কর্মে আবদ্ধ স্বচ্ছতার দেখা নাই
নৈতিকতার রেশ হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া দায় ।
একটু না হয় চেষ্টা কর শেকড়টাকে আঁকড়ে ধর
কথা আর কাজের মূল্য দাও শান্তি কুড়িয়ে নাও ।
সুন্দর উপলব্ধি জাগবে বুকে সুখের আবহ পড়বে মুখে ।
তুমি তুমি তোমাদের এহেন ও কর্মে দাও তালা
এরই মধ্যে খুঁজে পাবে দেশ দশের ভালা ।
৫/৩/২০১৬ ইংরেজি ।