একাকী গুটিয়ে থাকা নীরবতায়
ব্যস্ত এ চরাচরের অমোঘ শূন্যতায়
ঐ মুখচ্ছবি ভাসছে নয়ন পাতে
পারছিনা ভাবনায় তোমাকে ফেরাতে ।
ভবের হাটে নিয়তির আপন আলাপন
সম্পর্কের মাঝে শীতল আবরণ,
দাঁড় টেনে নিয়ে যায় অচেনা পথে
অভিমানে দূরত্ব বাড়ে তোমার সাথে ।
নীরবে কাটে ক্ষন, ভাঙ্গে মন,
তবু, ভাবনায় কাটে সারাক্ষণ ।
নিভৃতে রয়ে যাব দুরত্বের ওপারে
তুমি ভালো থেকো আপন সংসারে ।
৩০/০৫/২০১৭ ইংরেজি ।
কল্যাণপুর, ঢাকা ।