একটি অতি সাধারণ কথা বলছি,
তোমাদের মাঝে সত্য সুন্দরের চর্চা করছি ।
শান্ত বায়ুর মত জীবন তরী বাইছি ,
খোদার কৃপায় অন্নের যোগাড় করছি ।
মারামারি রক্তপাত হত্যা
দেখে শোনে কেউ দিচ্ছে না কোন পাত্তা ।
এ সবের কথা শোনলে শরীর কাঁপে ডরে
আমরা বেঁচে আছি, আজব এ সংসারে ।
মানুষের রক্তে মাটি হচ্ছে রঙ্গিন
লোভ লালসার বিকৃত ভারে নুয়ে যাচ্ছে জমিন ।
দুনিয়ার পরে এসেছি কেন ?
সে কথাটা কি তোমরা জান ?
উন্মুক্ত প্রশ্ন পত্রে পরীক্ষা দিতে
স্বর্গের দরজার চাবি নিতে ।
এই যদি হবে আমাদের লক্ষ্য
তাহলে কেন মিছেমিছি তৈরি করি নানা পক্ষ ?
কেন করি এত ক্ষমতার বড়াই ?
মৃত্যুর পরে যে, সব হয়ে যাবে ছাই ।
সত্যের আলো দেখে এক সাথে চল
কাজের মাঝে ভুল হলে সে কথাটি বল ।
তোমাদের মত মানুষ সেটা যেন ভাই,
ভুল যদি হয়ে থাকে ক্ষমা আমি চাই ।
পরম করুণাময়ের গুন গান গেয়ে যাই
এই কাজে বাধা এলে শূন্যে হারাই ।
মৃত্যু সে তো প্রকৃত সত্য,
এক দিন এর স্বাদ পাবেই এ ভৃত্য ।
আল্লাহ্র কাজে বাধা এলে পেতে দেব বুক
তোমার ছুড়া বুলেটে রক্ত ঝরবে, ঝরুক
তবু তোমার মন যেন শান্ত হয়,
হৃদয়ে জাগে মৃত্যু ভয় ।
কোন এক দিন যেন শুধরাতে পার,
সরল পথের সান্নিধ্যে জীবন গড়তে পার ।
সত্য সুন্দরের পথে ফিরে,
আলোর দ্যুতি আনবে ঘরে ।