অস্তমিত সূর্যের সোনালি আভায়
ভালোবাসার পায়রা উড়ে ঐ সুদূরের গাঁয়  
দূর দিগন্ত পানে আকাশের নীলাভ নীলে,
ক্লান্ত পানকৌড়ির বিশ্রাম মেলে সবুজ বিলে ।  

খুশিতে নাচায় রঙ্গিন পালক পূর্ণ ডানা  
আনন্দে হারিয়ে যেতে ওদের নেই মানা ।
গোধূলী আলো এনে দেয় কামনার প্রহর
কিচিরমিচির মিষ্টি সুরে ঘুমিয়ে পড়ে ব্যস্ত চরাচর ।  

বাধাহীন জীবনে মুক্তির স্বাদ
সন্ধ্যা গড়িয়ে অন্ধকারে মেলে অবসাদ ।
গোধূলী বেলার হিমেল হাওয়া
বাড়িয়ে দেয় হৃদয়ের নব নব চাওয়া ।  

পাওয়া না পাওয়ার বেড়াজালে
স্বপ্নেরা মনের মাঝে ভেসে চলে,
বাস্তবতার কাছে আশ্রয় পেতে
ভালোবাসার কাছে ছুটে যেতে ।

বাহারি মনোহরী পার্থিব জীবনে  
তোমায় যে রেখেছি বুকের মধ্যেখানে ।
যেখানে ভালোবাসার অসীম সাগর
তুমি যেথায় সাঁতার কাটছ প্রতি প্রহর ।

ভালোবাসায় মোড়া একান্ত আপন ভুবন  
তোমার ছোঁয়ায় আনন্দে ভরবে জীবন ।  
তুমি আমি গড়ে নিব সুখের স্বর্গ
দুজনে মিলে দিয়ে যাব জীবনের অর্ঘ ।

তোমার তুমিতে আমি
আমার আমিতে তুমি  
প্রতি মুহূর্তে করবে বিচরণ, শরীরে জাগিয়ে শিহরণ  
ভাবনার আকাশে করবে ভালোবাসার স্মৃতিচারণ ।

......... আমার আমিতে তুমি করছ বিচরণ ।


30/১0/২০১৩ ইং,