আধুনিকতার ছলে
দোল লাগিয়ে পালে।
মানুষ কে করে শোষণ
পরিবেশ করছে দূষণ।
মাথা করে নত
অর্থের নেশায় মত্ত ।
ঐশ্বর্যে খুঁজে সুখ
অপর কে দিয়ে দুঃখ।
পরিপাটি শুধু হাবভাবে
মনে নেই, মানুষ ছিল কবে!
সময়ের তরী বয়ে যাবে
চিরদিন রবে কি ভবে ?
আমি আমাদের থেকে, বের হব কবে ?
সব যাত্রায়, যেদিন সাঙ্গ হবে সবে !
অপরের দুখে দুখী না হলে
মানব জন্ম যাবে বিফলে।
২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ইংরেজি, ঢাকা।
রচনার সময়ঃ রাত ১০ টা ।