পাখিদের কিচিরমিচির শব্দে সাঁঝের বেলা
ঘুমের ঘোর কাটেনি আবদ্ধ ঘরে একেলা ।
রবির কিরণ ঠক ঠকাচ্ছে উষ্ণতা দেবে
বিনিময়ে সাধের ঘুম টা কেড়ে নিবে ।
সোনালী আভায় ডাকছে মেঘলা সকাল
বলছে, ঘুমিয়ে ঘুমিয়ে দেখ কি করেছে হাল ?
বেলা বয়ে যায়, দিতে হবে কর্মের যোগান
আহা ! অযত্নে পড়ে আছে পুষ্পের বাগান ।
অভ্যর্থনায় পথ চেয়ে ডাকছে সোনার গাঁও
মাঝি মাল্লা ব্যস্ত সাজাতে সাধের নাও
কৃষকের সুনিপুণ হাতে হচ্ছে জমি চাষ
প্রাণের খুশিতে দামাল ছেলেদের উল্লাস ।
লক্ষ্য ঐ দূর গন্তব্যের সীমানায়
নবান্নের ফসল উঠবে আঙিনায় ।
রবির কিরণ হরণ করে প্রত্যুষের ঘুম
জীবনী চাকা সচলে পড়ে কর্মের ধুম ।
০৬/০৫/২০১৮ ইং,