আমরা সবাই এই দেশের ১৮ কোটির একজন
নিত্য দিনের পথচলায় সঙ্গী প্রিয়জন।
অজস্র অসংগতি সমাজ ব্যবস্থায় আজো বিদ্যমান
দৃশ্যত অসংগতি গুলি নাড়া দেয় কিন্তু কার্যত ম্রিয়মাণ।

এই শহরের অলিগলি, পার্ক, ফুট ওভারব্রিজ সময়ে সময়ে অরক্ষিত।
মা বোন দের অবাধ চলাচল কে করছে ব্যাহত।  
তথাকথিত বিজ্ঞাপনের সুবিধায় কর্তা প্রতিষ্ঠান,
দুষ্টু লোকের হীন কাজে ভুক্তভোগী হারাচ্ছে সম্মন।

উদ্দীপ্ত চিন্তা চেতনা সর্বোপরি সৎ মানসিকতার ঘাটতি
আবর্তিত জীবন ধারায় হচ্ছে অবনতি।
কবি সাহিত্যিক দেশের দর্পণ, লেখাই তাদের পণ
লেখার মাধ্যমে করে তারা দৃষ্টি আকর্ষণ।

কর্তৃপক্ষের সুচিন্তিত বুদ্ধিদীপ্ত কর্ম ধারায়  
একটি মানবিক সমাজ ব্যবস্থা যেন মাতৃভূমি পায়,
সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির উন্নয়ন কামনায়
১৮ কোটি লোক দিবা স্বপ্ন দেখে কালের সীমানায় ।


২৮ জুলাই, ২০২৩ ইংরেজি।
বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার মিলনায়তন।
সাহিত্য মন্ত্রণালয় চাই প্রথম সভা।

পরিপাটি ১আগষ্ট, ২০২৩ ইংরেজি।