চলো হাটি অনন্তকাল হে প্রিয়
নাকি এখনো সময় হয়নি-
হয়নি ছুটি তোমাদের পাঠশালায়
যেথায় যাপিত জীবন মনকে হারায় হেলাফেলায়?

লক্ষ্যের অলক্ষে স্বপ্নরা পথ হারায়
হারানো ছেলেবেলার গল্পগুলো
ছাই হয়েছে যৌবন জরায়।
তবু মুক্তি নেই, নেই কোন অবকাশ-
কোকিলের বসন্তেও গুমোট মনাকাশ।

এ যে যাত্রার পরের কালের আহবান
গাইছি আজ মন বাধানোর গান,
আর জানাই আমার মতো করে
আমারি সাদামাটা প্রেমের সরল আহবান।।