একটা প্রেমের গান শিখবেন?
গল্প আর কাব্য মিলে মিশে একাকার সেই গান।
কোথাও এতটুকু অতিরঞ্জন নেই,
আবার নেই নিরস- বিরস করা গরল।
নিশ্চয়ই ভাবছেন- তবে গান হলো কিসের?
প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে আমি যদি বলি-
গানের এই সংঘবদ্ধ সংজ্ঞা ই বা কেন বলুন ত!
নিশ্চয় বলবেন- এ যে প্রেমের গান যে মশাই,
তাতে শরৎ বাবুর বিলাসী'র দুঃখ থাকা চাই,
নয়তো চাই- রবি কবি'র মধু মায়ার ছন্দ,
কিংবা আমাদের হুমায়ুনের গগনতলে'র জ্যোৎস্না বিলাসের আনন্দ।
কিন্তু আপনাকে নিরাশ করে,
সরল গরলে র মিশেল গড়ে
আজি প্রেমের গান শিখাবো জগত সংসারের।
সমরেশ'র অনিমেষ - দীপাবলি র গান
জীবন যেখানে হয়তো চা শ্রমিকের শ্রেণী সংগ্রাম
অথবা দূর প্রবাসে বদ্ধ আকাশে নিঃশ্বাস মুক্তির গান-
প্রেম সেখানে ছ'মাস বাদে দুপাতার প্রেয়সীর টেলিগ্রাম!
কিন্তু তাতে কি!
প্রথম আলোর মতো রবি কিরণ ছড়িয়ে
আপনার আত্মার সততায় জড়িয়ে
প্রেম এখানে শহরতলীর কলতলে সকালের সংগ্রাম,
অথবা অচেনা অজানা শান্তির খোঁজে নিত্যনতুন চালচিত্র-
এভাবেই হয়তো একদিন রটে যাবে
আমাদের এই প্রেমের গানের বৈচিত্র!