আমি একটি কবিতা বলবো-
কবিতার নাম টুনটুনি,
লিখেছে তা মম্মম নাকি পাপা
বলবো নাকো এখন তোমায়
যদি ও তা আমি ঠিক ই জানি!
নামটি আমার টুনটুনি
বাজাই আমি ঝুনঝুনি
মম্মম এর প্রাণ টি আমি
তাই ইচ্ছেমতো, মন চায় যত
করে বেড়াই দুষ্টামি!
নামটি আমার টুনটুনি
তবে ডেকো নাকো তা তুমি,
সে নামে ডাকতে হলে
আগে আমায় নিতে হবে কোলে
শোনাতে হবে গান -
তবে ই আমি দিবো সাড়া
শুনে তোমার সেই ডাকনামের গান।
নামটি আমার টুনটুনি
ঠাম্মি ডেকে বলে পরান আমি
টুপ করে তাই কোলে উঠে যায়
বসি চুপ করে যেনো শান্ত আমি!
একটু পরে, যেই মনে পড়ে
বলেছে পাপা, ময়না পাখিটা
হবে তুমি আমার শান্ত মনমোহিনী!
সাথে সাথেই তাই, ঝাঁপ দিয়ে প্রায়
নেমে আবার শুরু করি দুষ্টামি!
নামটি আমার টুনটুনি -
যাই তবে আজ এখন আমি
পড়ে আছে অনেক কাজ
কবে যে শেষ হবে কি জানি!
সন্ধ্যে হলো, পাখি সব ঘরে গেলো
আমার গল্পটি ও ফুরোলো।
প্রণমী সকলেরে এই ছোট্ট আমি
দেখা হবে আবার সকালে তাই জানি
ততটা সময় রেখো আমায়,
তোমাদের আশীর্বাদের ছায়ায়।