একদিন সত্যি উড়াল দিবো
ফুল হয়ে পাখি ছুয়ে
ছুটি হয়ে যাবো।

যাবো মেঘের কোলে হারিয়ে
দিয়ে অধরা হাতটা বাড়িয়ে
মানচিত্রের সীমানা ছাড়িয়ে
হবে তোমাদের কোলাহল
অদৃশ্যের একজন হারিয়ে।

যখন দিয়েছো ছুটি -
তমস আধার ক্রমশ আগুয়ান
নিরবে নিভৃতে মুখের বোল ধরিল টুটি।
চোখের ভাষা যদি পড়িতে নাহি পারো
তবেই হবে মোর ছুটির মঞ্জুর
হোক তবে তাই হোক -
এই মোর বরখাস্তের দরখাস্ত হুজুর!