তোমরা নাকি ডোব না সাগর অতলে?
আমি নাদান, ডুবি তার চোখের ছলে।
তোমরা নাকি বিভোর না আকাশ নীলে?
আমি নাদান, বিভোর তার ওষ্ঠ তিলে।
তোমরা নাকি ভীতু নও গ্রীন হাউসে?
আমি নাদান পুড়ি তার উষ্ণ নিঃশ্বাসে।
তোমরা নাকি মরিতে ডর না ফাসিতে?
আমি নাদান মৃত্যু ভয়ে তার হাসিতে।
রুহ কেবল হয়নি আমারি কতল ,
হুশ নেই , যে বসেছে সে বৃক্ষ তল।
লজ্জা ভরা বদন আর মায়াবী হাসি,
দেখে সবে নিয়েছে তাহার প্রেম ফাসি।
প্রেমের তরে সাজা আমায় দিতে পারো,
হ্যা, রুপের দোষে তাকেও পাথর মেরো।