সতেজতা সূর্যের বুকে আপন করি,
নেমেছিল আপামর জনগণ সবি।
টলাতে তাদের বীর নেমেছিল আরো ,
কহিত তখন ধ্বনি আমি যুদ্ধে যাব ।
বিষাদে শোষণে ভগ্ন হৃদয় আমার ,
তাই যুদ্ধে গিয়ে বীর চিত্তে স্তুতি গাব
রূক্ষ হৃদয় আজ মত্ত স্বাধীনতার
হুংকারে তাই ধ্বনিত হায়না হটাব।
লয়ে সবাই এল, ছিনিয়ে স্বাধীনতা ,
আচ্ছন্ন হৃদয়ে যেন বাজে কত কথা ।
মিত্র-স্বজন ,ভাই-বোন, পিতা ও মাতা ,
নত হৃদয়ে যেন বাজে তাদের কথা ।
বারবার তবু মনে পড়ে স্বাধীনতা ,
বুকের রক্তে যেন তব নামটি গাঁথা ।