প্রেম নাকি ঘৃণা ? সখী কে তুই আমার ?
প্রশ্ন মনে ঘূর্ণিবতে ঘুরে বারংবার ।
রাতের শশী ? না মধ্যাহ্নের আফতাব ?
বাস্তবতা নাকি কেবলই দিবা খাব ?
হৃদয় স্পন্দন না ক্ষত বিক্ষত দিল ?
যাযাবর জীবন নাকি প্রিয় মঞ্জিল?
সবুজ অরন্য নাকি মরু অনুর্বর ?
সত্য করে বল সখী কে তুই আমার?


প্রেম যদিও আজ অপূর্ণ তব তরে
ঘৃণা যেন না জন্মে মরি ভীষণ ডরে
যাই তুই হোস না কেন মম জীবনে ...
বাচিয়ে রাখিব আমাতে খুব যতনে।
বুঝে গেছি স্পষ্ট সখী, কে তুই আমার
অব্যক্ত প্রেম ,অনুভূতি অবিনশ্বর ।