মাযহাবী  প্রেম
                  
সময়, না কিসমাত, কি হে অপরাধ?
ক্ষনে ক্ষনে প্রশ্নসব বহে অবসাদ ।
এ ছোট! ভবে কেন মোরা ভিন্ন দু'প্রাণ?
তো...ফারাক কি তবে হিন্দু মুসলমান?
মাযহাবী  বিভেদে আমি ডাকি আল্লাহ
হয়তো তুই তাকে ডাকিস ভগবান ।
তোর জল আমি প্রতিক্ষন বলি পানি
কেন তা ভিন্ন বস্তু ,ভাবনাতে না আনি?

অপূর্ণতাই মনুষ্যত্বের অবসাদ,
স্বান্তনায় মিটাই মনের এ বিষাদ।
পূর্ণতা তুই , অপূর্ণ হে আজ হৃদয়,
ঠিক তোকেই রাখি ওপারে মান্যতায় ।
সময়ের রসানলে বন্দির এ লিখা
দেখাক তবু কাউকে মঞ্জিলের দেখা ।