হৃদয়ের অশান্ত কোণে বিপ্লবের তাণ্ডব-
নিঃশব্দে ঝলসানো রঙিন অতীত,
মস্তিষ্কের ঝুপড়িতে থাকে একটার পর একটা।
পাপ ছোঁয়া বাতাসে-
আমি তোমার সব পুণ্য মিশে যেতে দেখি!
ওই দেখো-
তোমার কামুক হাত কিল বিলিয়ে যাচ্ছে-
জুলুমে কোঁকড়ানো ঘামে ভেজা
অষ্টাদশীর শরীর আতংকিত হয়ে-
বিস্ফারিত চোখে দৌড়াচ্ছে!
নিকৃষ্ট হিসেবে অপূর্ণ রক্তাক্ত শিশু-
হামাগুড়ি দিচ্ছে।
যোগ হচ্ছে তোমার পুণ্য খাতায়!
বোধগম্যতার শূন্য হাহাকার মুছে দিচ্ছে,
তোমার পুণ্যের ক্রুশ আকৃতির চিহ্নগুলো।
গণিতের হিসেবে যা কেবলই যোগ চিহ্ন, নিমেষেই তোমার পুণ্যের খাতায় তা শূন্য!!