রাত্রির চিবুকের স্পর্শে বিবিক্ত
সে দেহের অঙ্গারে,
টের পাই শারীরিক স্রোতের উষ্ণতা।
ঘ্রাণ পাই সেই বসন্তের যার আকুলতা-
দূরের সাগর তীরে,
ঢেউ কাঁদে বালির বিবরে।
চিরচেনা বিগ্রহে অসংযত হৃদয়ের ভীত-
অন্ধকার অধ্যায়ের ঘণ্টা যদি বেজে যায়,
একান্ত নির্বিঘ্নে, বিবেকী মানস, বেহালায়-
সুর তোলে যদি, সেই তো
কবির তৈরি করা ছন্দ আর সবুজের সাক্ষর।
ঝর্ণার জলের ছাপ পাথর নুড়ির গায়ে
মিশে থাকা আক্ষেপ-
গাছ, পাতা, ফুল কিংবা পাখির বন্দরে-
কোন এক কমান্ডো অভিযানে অথবা,
বিপ্লবীর অনুভবে-
সৌন্দর্যের আশ্বাস পাব বলে,
খুঁজে পাবে নিটোল শরীর।
যার আশায় আজো
বসে আছে নিঃস্ব ছন্দা কার।