এক জ্যোৎস্নায় সিক্ত স্নিগ্ধ রাত-
পূর্ণিমার রূপালী চাঁদ,
ঈশান কোনে জ্বলে যে দূরের তারা-
কিংবা শরৎ শুভ্র মেঘমালা,
কে তুমি নীলা?
আষাঢ়ের তুমুল বর্ষণে-
কিংবা বৃষ্টি ফোঁটার স্পর্শের শিহরণে,
যে সুর উঠে হৃদয়ের কোনে,
সবই তো কেবল তোমার অপেক্ষায়!
তোমার প্রেমে মাতাল হয়ে,
সাজিয়ে রেখেছি দূরে-
আকাশের সুগভীর নীলে,
যেন নীলার তরে।
আরও কিছু চাও তুমি ?
এই নাও তবে-
তোমার সোনার আচঁল পেতে,
শরৎ শিউলির মালা-
সবই তো তোমায় দিবো, নীলা!
যা ছিল সঞ্চয় মোর জীবনে,
আসমান থেকে জমিনে কিংবা-
দাবানল থেকে মহাসমুদ্রে"
কবি একবার,কেবলমাত্র একটিবার-
এই মানবজন্মে,
নীলার ঠোঁটে ঠোঁট,নিঃশ্বাসে নিঃশ্বাস রেখে-
শরীরের অন্তস্তলে, গভীর স্পর্শের কম্পনে
শুধুই নিঃশব্দে রাঙানো-
কোন এক রূপালী রাতে,
সিক্ত হতে চায় এক মহাচুম্বনে!