সহস্র কাকের ক্রন্দনে-
বিঘ্ন হানে সন্ন্যাসীর মহাধ্যানে,
জল ঘোলা করে দেওয়া-
মাছটিও যেনো চুপ করে থাকে,
শিকার হারায় ক্ষুধার্ত চিতা,
চায় ফিরে হরিণীর পানে।
বীতশ্রদ্ধ-ক্লান্ত লতা দোল খায়-
আচমকাই, ভীত বাতাসে।
তুমি নেই, তুমি নেই কেনো?
তুমি কি আসবে না,
অরণ্য দোলায়ে মহা তাণ্ডব রচিয়ে,
প্রেমিকের দীর্ঘশ্বাসে?