তাজা রক্তে ক্লিষ্ট ধ্রুপদী হলো আহত
রক্তের স্রোতে দেখে নিল,
পৃথিবীর মুখ শেষ বারের মতো-
হবার আগে নিহত।
উত্তপ্ত দেহে নিয়ে স্থিতির সুখ
প্রার্থনার স্পর্শে, হে স্রষ্টা আর একটু-
সময় যদি থাকতো....
উড়ন্ত বিলাসে তার বিপুল উল্লাসে,
নায়কের কথা তুলে নিয়ে,
প্রত্যুত্তরে জানালো সে প্রতিবাদে,
কেঁপে গেল তার কণ্ঠ- প্রতিধ্বনিত হলো
আবেগ-বিরহের জ্বালা।
সে ডেকে নিল স্রষ্টাকে ভেবে নিয়ে-
শিকারির উল্লসিত লোভের মাতলামি,
স্পর্শে নিল ঘাসের সবুজ সেই রঙ,
নিহত রক্তের স্রোতে থেকে গেল-
তার সেই সন্ধ্যা প্রণামী।