অবিশ্রান্ত পটভূমিতে নিতান্ত
গুঞ্জিত কণ্ঠ নিস্তব্ধ।
যেথায় হারিয়ে অতৃপ্ত অমৃত,
বসন্তের সমাহারে গুঞ্জিত।
প্রলয়ের সংলাপে চন্দ্র,
হাসিমুখর চন্দ্রীয় সম্রাজ্ঞী।
ভালোবাসায় সিক্ত,
অবিনশ্বর বেদনায় আসক্ত।
নন্দিতায় নিহিত,
প্রেমের স্বরূপ যেথায় বিরাজমান-
বিহীন সাপেক্ষ।
তাতে পৃষ্ঠ কাব্যের কৃষ্ণ বর্ণে,
ভগ্ন হৃদয়ও আবেশিত।
পাপড়ি জড়ানো পদ্মাবতী,
হোক নবজন্মে স্ফুটিত।