আমার স্মৃতিতে কেবলই-
প্রেয়সীর হাতছানি,
কম্পিত হাতে তুমি নিয়েছিলে-
আমার দেওয়া রক্তিম গোলাপ।
মনে পড়ে আমার স্পর্শে-
তোমার আড়ষ্ট কম্পন?

শীতের কনকনে সকালে-
হুডতোলা রিকশার পাশাপাশি সীট।
অন্তরাত্মার মিলনে বাধা-
একফালি রেক্সিন!
আমার তামাটে ঠোঁটে আঁকা-
তোমার বিপ্লবী প্রতিরোধ।
তোমার কোমল শরীরে-
যেন আমার পৌরুষ উতলে পড়ে!

যদি পারতাম তোমার জন্য-
নদী হয়ে বয়ে যেতে,
কিংবা পাড়ি দিতাম হিমালয় পর্বতমালা,
কিন্তু বিধাতার রোষানলে-
অধার হলো আমাদের সারাবেলা।