এমনও তো হতে পারে-
কোন এক ঝলমলে ভোরে,
অথবা গভীর রাতে অমাবস্যার আঁধারে-
বালিশে গায়ে কান্নার দাগ
শুকিয়ে যাওয়ার আগেই,
কারো ভয়ার্ত স্পর্শে ঘুম ভেঙ্গে গেলো তোমার।
আড়মোড়া ভেঙ্গে চোখে-
নেমে এল অপার বিস্ময়!
ঠোঁটের আড়ষ্টতায় শব্দ নতুবা
শব্দের আড়ষ্টতায় চাপা ঠোঁট!
ঠিক সেই পানে, খুঁজে পেলে,
জীবনের অন্য কোন মানে।
সেই হয়তো তোমার আরাধনা,
যার স্বরূপ বিধাতাও জানে।
তবে, আমার কথা হয়তো-
আর তোমার স্মরণে নেই।
কিন্তু প্রিয়া তোমার কি মনে আছে কিছু?
নন্দিতা,তোমার আছে কি মনে-
আমাদের কৃত সেই পাপের কথা?
পৌষের কনকনে ঠাণ্ডা বৃত দিন-
পাশাপাশি রিকশায়,
হুড নামিয়ে আমাদের মাঝে শুধু এক ফালি রেক্সিন!
কিংবা আমার চঞ্চল হাত,
তোমার সম্মতিময় প্রতিবাদ!
আমার অবাধ্য বেহায়া ঠোঁট-
তার সাথে মিশ্রিত তোমার বিপ্লবী প্রতিরোধ!!
আমার কিন্তু সবই মনে আছে,নন্দিতা,সব!