পূর্ণিমায় আলোকিত সৃষ্টি,
যাতে কাব্যের সতত পরিতৃপ্তি।
চন্দ্র আভায় জন্ম নেওয়া প্রিয়তমা,
সৃষ্টির ধ্বংসের লগ্নে কেবলই-
কবির অপ্সরা।
পঙক্তি কাব্যের যতত সন্ধি-
সুন্দরম তৎণম কাব্য তম,
কাব্য যেথায় মোহবন্ধী-
সেথায় কবি আর প্রেয়সীর সন্ধি।
কবি আকাশে উড়তে ভালোবাসে,
অপ্সরার স্পর্শে চন্দ্রে বাসে।।