প্রেয়সীর খোপাঁয় গোঁজা জবা-
সপ্তমীর ন্যায় শ্বেত শোভা।
বসন্তের কোকিল যেন গ্রীষ্মে,
আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পথভ্রষ্ট-
তবুও স্রষ্টার সৃষ্ট।
মৃত্যু উপত্যকা থেকে যে প্রেম-
শতসহস্র পথ বেয়ে নেমে আসে,
জীবনের তটে-
সে প্রেম কেবলই অপ্সরার তরে ন্যস্ত।।
হলাহল পানে পাতাল-
হোক স্রষ্টা তার প্রেয়সীতে মাতাল!!