চারিপাশে শুধুই অভাব

কারো প্রেমের অভাব
তো কারোর প্রেমিকার।
কারো বা শুধুই সন্তর্পণে
শুধুই লুকিয়ে রাখার স্বভাব।
অলিতে-গলিতে বেশ্যার অভাব-
তো প্রতি নিঃশ্বাসে অক্সিজেনের।
অভাব সর্বাঙ্গে নষ্টার ঘ্রাণে-
তবুও শরীর নামক উপাসনালয়ে,
সারা প্রহর উদ্দাম কাব্য হেঁটে বেড়ায়।

অভাব উঠতি বয়সে বাড়ন্ত বক্ষে
নজর কামুকতার,
অভাব শুধুই নিষ্পাপ ভালোবাসার।
অভাবে পড়ে গাঁজার ধোঁয়ায়-
টলমলায় পৃথিবী,
নিজ ইশ্বরের পাণে তখন-
শতসহস্র নর্তকী।

চারিপাশে শুধু অভাব আর অভাব!!