মৃত্যু আমায় সাদরে গ্রহণ করবে,
সাজাবে নব রুপ সাজে।
শুভ্র কাফন আমার সাড়া গায়ে মোড়ানো,
খাটিয়া আতর কর্পূর ছিটানো।
এই আমার মৃত্যুর অনিন্দ্য সুন্দর দৃশ্যকল্প,
কান্নাকাটি এক শোকাহত মুহূর্ত,
গৃহতে হাজারো লোক সমাবেত।
আমি নিরব, আমি স্থির,
আমি কেবলই একটি দেহ।
আমায় ঘিরে দোয়া-দরুদ পড়া চলছে,
খাটিয়া চড়িয়ে আমায়,
নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে।
মাটি চাপা দেওয়া হলো এবার।
আমকে অন্য আমি সৃষ্টি করলাম-
তবে কি আমার অদেখা ভূবনে
আপনিবাসই মৃত্যু?
অস্থিতিশীল পৃথিবী থেকে আমার চির মুক্তি ।
তবে মাঝেমধ্যে আমি কবর থেকে-
কান পেতে শুনি,
আমার কবিতার শব্দধ্বনি শোনা যায় কিনা?
শুনতে পেলাম আমার মূক কবিতা,
চিৎকার করে কাঁদছে আর বলছে-
আমায় মুক্তি দিয়ে যাও কবি।
তাই এ আমার মৃত্যু নয়,
অপার এক নতুন ভাবনার শুরু হল,
এখান থেকেই লেখা হবে নবজীবনের-
জাগরণের সম্মুখ সুর।